ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ০৯:০০ এএম
আপডেট: মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ০৯:০০ এএম
সোমবার (২ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তিন নেতাকে নিয়ে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিলে এই প্রতিক্রিয়া আসে ট্রাম্পের পক্ষ থেকে।
সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি বিষয়টি এমন হয় এবং উভয় পক্ষ আলোচনায় আসতে চায়, তবে তিনিও প্রস্তুত। তবে তিনি চান, উভয় নেতা এবং উভয় পক্ষই আন্তরিকভাবে আলোচনায় অংশগ্রহণ করুক।”
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, “আমরা ইস্তাম্বুল অথবা আঙ্কারায় তিন নেতার মধ্যে শান্তি বৈঠক আয়োজন করতে চাই। আমাদের লক্ষ্য ইস্তাম্বুলকে একটি আন্তর্জাতিক শান্তি কূটনীতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা।”
তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় ইউক্রেন ও রাশিয়া নতুন বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, “আমরা শিগগিরই মস্কোর সঙ্গে নতুন একটি বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করব।”
এর আগে ১৬ মে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে, শান্তি বা অস্ত্রবিরতির অগ্রগতি না থাকলেও, ১,০০০ বন্দির বৃহত্তম মুক্তি বিনিময় সম্পন্ন হয়।
যদিও এই আলোচনার সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে আশার আলো দেখাচ্ছে, তবুও বিশ্লেষকরা মনে করছেন, মাঠের যুদ্ধ এবং কূটনৈতিক অবস্থান এখনো উভয় পক্ষের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান সৃষ্টি করে রেখেছে।
#ডোনাল্ড_ট্রাম্প
#পুতিন
#জেলেনস্কি
#রাশিয়া_ইউক্রেন_যুদ্ধ
#তুরস্ক
#শান্তি_আলোচনা
#আন্তর্জাতিক_রাজনীতি
📢 আপনার মতামত দিন: ট্রাম্পের এই পদক্ষেপ কি শান্তির পথে এগিয়ে যেতে সহায়ক হবে? মন্তব্য করুন নিচে।