ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:৫৪ এএম
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:৫৪ এএম
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন,
“মঙ্গলবার ভোরে গাজার মধ্যাঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে গুলিবর্ষণ ও ট্যাংকের গোলাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী।”
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এখনো ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইতোমধ্যে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
এখন পর্যন্ত প্রাণহানি: ৫৫,০০০+
ধ্বংসপ্রাপ্ত: হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র
শিশুদের দেহ খণ্ডবিখণ্ড, পুরো পরিবার একসাথে মাটিচাপা
ইসরায়েল প্রথম থেকেই গাজায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে।
২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের অর্থায়নে গঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) নামের একটি বিতরণব্যবস্থা চালু হয়। তবে সেখানেও বারবার হামলা চলছে।
📊 GHF ত্রাণকেন্দ্রগুলোর পরিস্থিতি (মে থেকে এখন পর্যন্ত):
নিহত: ৪০০+
আহত: ৩,৫০০+
কার্যকর পদক্ষেপ: নেই
হিউম্যান রাইটস ওয়াচ (HRW) ২০২৩ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে জানায়,
“ইসরায়েল গাজায় অনাহারকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহার করছে।”
বিশেষ করে, ত্রাণের আশায় জড়ো হওয়া মানুষদের টার্গেট করেই চালানো হচ্ছে এই হামলা।
#GazaUnderAttack #PalestineCrisis #HumanitarianDisaster #IsraelWarCrimes #AidAttack #GHF #WarOnGaza #SaveGaza #BreakingNews #WarCrimeAlert