ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:৩৪ এএম
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:৩৪ এএম
এক বিবৃতিতে ইসরায়েল সরকার ট্রাম্পকে কৃতজ্ঞতা জানিয়ে জানিয়েছে,
“এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে।”
ইসরায়েলি সরকারের দাবি, গত ২৪ ঘণ্টায় তারা তেহরানের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় মারাত্মক হামলা চালিয়েছে, যেখানে শত শত আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সামরিক নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের বহু কৌশলগত স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
এছাড়া ইসরায়েল দাবি করেছে, তারা আরও একজন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এর আগে একাধিক হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও প্রযুক্তিগত কাঠামো লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
বিবৃতির শেষাংশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলা হয়,
“ইরানের পারমাণবিক হুমকি দমনে এবং ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এই ঘোষণা এমন সময় এলো, যখন ট্রাম্প দাবি করেন— ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও ইরান তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
#IsraelIranCeasefire #DonaldTrump #MiddleEastConflict #IsraelNews #IranNews #BreakingNews #CeasefireDeclared #TrumpStatement #TehranAttack #NuclearThreat