ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:১৫ এএম
আপডেট: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:১৫ এএম
ঘটনাটি ঘটে শনিবার স্থানীয় সময় দুপুর ২:৪৫ মিনিটে, যখন বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের এই বিমানটি ডেনভার থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে, আর আতঙ্কিত যাত্রীরা জরুরি স্লাইড ব্যবহার করে দ্রুত নামছেন। পুরো ঘটনার সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন যাত্রীকে হালকা আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কারো গুরুতর আহত হওয়ার খবর নেই।
আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের আগে বিমানের একটি টায়ার সংক্রান্ত যান্ত্রিক সমস্যা দেখা দেয়। বিমানটিকে পরীক্ষা ও মেরামতের জন্য সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার পর যাত্রীদের বাসে করে নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
#আমেরিকানএয়ারলাইনস #ডেনভারবিমানবন্দর #উড়োজাহাজদুর্ঘটনা #বোয়িং৭৩৭ #এভিয়েশননিউজ #জরুরি_উদ্ধার #বিশ্বসংবাদ