এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষকে আহত করেছে। শুধু গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ২২৭ জন।
বিশেষ করে পাঞ্জাব প্রদেশে অব্যাহত বৃষ্টিপাতে নগরভিত্তিক জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডির একটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায়, আশেপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় রাওয়ালপিন্ডি কর্তৃপক্ষ সরকারি ছুটি ঘোষণা করেছে এবং দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রবল বর্ষণ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সরকার এক বিবৃতিতে বলেছে, "ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা যেন জরুরি প্রয়োজনে তিন থেকে পাঁচ দিনের খাবার, পানি ও ওষুধ মজুত করে রাখেন।"
বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি আবারও ফিরে আসছে। সেবার পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে গিয়েছিল এবং ১,৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
#পাকিস্তান #বর্ষা #বন্যা #পাঞ্জাব #রাওয়ালপিন্ডি #প্রাকৃতিক_দুর্যোগ #NDMA #PakistanFloods #Monsoon2025 #NaturalDisaster
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
পাকিস্তানে চলমান মৌসুমি বর্ষণে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে প্রায় ১৮০ জনে, যার মধ্যে ৭০ জন শিশু রয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) এ তথ্য নিশ্চিত করেছে। ...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে পরোয়ানা বাতিল ও গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্ত স্থগিতের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছে। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers