ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
তাঁদের দাবি, সংসদের বর্ষাকালীন অধিবেশনেই এই বিষয়ে প্রয়োজনীয় আইন পাস করা হোক।
২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া সংসদের এই অধিবেশন চলবে ২১ আগস্ট পর্যন্ত। চিঠিতে তাঁরা আরও দাবি করেছেন, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হোক।
চিঠিটি প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কংগ্রেস নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করা হয় এবং রাজ্যটিকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়— জম্মু-কাশ্মীর ও লাদাখ। তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এ পদক্ষেপ সাময়িক, পরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই পূর্বে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন—
২০২৪ সালের ১৯ মে ভুবনেশ্বরের সাক্ষাৎকারে
১৯ সেপ্টেম্বর, শ্রীনগরের জনসভায়
সরকার সুপ্রিম কোর্ট ও সংসদেও সেই প্রতিশ্রুতি জানিয়েছে, কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।
জম্মু-কাশ্মীর বিধানসভার ভোট শেষ হয়েছে ১০ মাস আগে, এখনও রাজ্য মর্যাদার কোনো ঘোষণা নেই।
এর মধ্যে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুর নতুন করে নিরাপত্তা ইস্যু জটিল করে তুলেছে।
কংগ্রেস নেতাদের মতে, এই দাবি শুধু বৈধ নয়, বরং এটি গণতান্ত্রিক অধিকার এবং ভারতের সাংবিধানিক রীতিনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত।
#জম্মু_কাশ্মীর #রাজ্য_মর্যাদা #রাহুল_গান্ধী #মল্লিকার্জুন_খাড়গে #নরেন্দ্র_মোদি #৩৭০_ধারা #লাদাখ #ভারতের_সংবিধান #IndianPolitics #JammuKashmirStatehood #RahulGandhi #NarendraModi #Ladakh