ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাম্প্রতিক প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বদলির চিঠি ছিঁড়ে ফেলার অভিযোগে আরও তিনজন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান পৃথক তিনটি আদেশে বরখাস্তের বিষয়টি অনুমোদন করেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:
আবদুল্লাহ আল মামুন, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট
রুহুল আমিন, কর অঞ্চল-৬
লোকমান আহমেদ, কর অঞ্চল-২
প্রকাশ্যে বদলির চিঠি ছিঁড়ে ফেলার মাধ্যমে তারা সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা লঙ্ঘন করেছেন বলে এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এছাড়া গত মঙ্গলবার ও বুধবার এনবিআর ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপ-কর কমিশনার থেকে শুরু করে রাজস্ব কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী পর্যন্ত।
গত ২৮ ও ২৯ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন কর অঞ্চলে কাজ বন্ধ রেখে আন্দোলন করেন কর কর্মকর্তারা। রাজস্ব ব্যবস্থাপনায় যৌক্তিক সংস্কারের দাবিতে চলা এ আন্দোলন পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় প্রত্যাহার করা হয়।
তবে আন্দোলন প্রত্যাহারের পর থেকেই চলতে থাকে শাস্তিমূলক ব্যবস্থা। ইতোমধ্যে:
১ জন কমিশনার ও ৩ জন সদস্যকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সাময়িক বরখাস্ত
দুদক ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে
বহিষ্কৃতদের অনেকে আন্দোলনের নেতৃত্বে ছিলেন
হাছান মুহম্মদ তারেক রিকাবদার, এনবিআর ঐক্য পরিষদের সভাপতি
মির্জা আশিক রানা, সহসভাপতি
সিফাত ই মরিয়ম, উপপ্রকল্প পরিচালক
আরও ১১ জন কর্মকর্তার নাম রয়েছে সরকারি আদেশে
চলতি বছরের ১২ মে, এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই এনবিআরের কর্মকর্তারা প্রায় দেড় মাস সবার মতামতের ভিত্তিতে যৌক্তিক সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন।
#এনবিআর #রাজস্ব_বিভাগ #কর_পরিদর্শক #পদত্যাগ #বদলি #অফিস_আন্দোলন #সরকারি_চাকরি #ব্যবস্থাপনা_সংস্কার #দুদক_তদন্ত #Bangladesh_Tax_Reform