ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে, ৩ জুলাই, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে পদত্যাগ করতে বলেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে আসা নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই সময় সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের পেছনে কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি গভর্নরের সরাসরি সুপারিশ ছিল।
তবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকেই ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও পরিচালনা-সংক্রান্ত অভিযোগ আসতে থাকে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের একজন সদস্য জানিয়েছেন, পদত্যাগের পর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমান নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেতে পারেন—এমন আলোচনা চলছে।
#ইসলামী_ব্যাংক #চেয়ারম্যান_পদত্যাগ #ওবায়েদ_উল্লাহ #বাংলাদেশ_ব্যাংক #ব্যাংকিং_খবর #অর্থনীতি #ব্যাংক_পরিচালনা #ব্যাংকিং_নিয়ন্ত্রণ