ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
“গত চারটি জাতীয় নির্বাচন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতো, তাহলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অনন্য দৃষ্টান্ত হতে পারতো। জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসে, সেটাই টিকে থাকে।”
খসরু বলেন,
“গোপালগঞ্জের সহিংসতা আবারও প্রমাণ করে, আওয়ামী লীগ বিরোধী মতকে দমন করতে পেশিশক্তির ওপর নির্ভর করে।”
তিনি দাবি করেন,
“রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু সেটা দমন নয়, সম্মানের মাধ্যমেই মোকাবিলা করা উচিত।”
তিনি বলেন,
“নির্বাচন না হওয়ায় বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে, দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এ সময় তিনি দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার পর বিএনপি নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, যা দলটির রাজনৈতিক কৌশলের অংশ। বিএনপির নেতারা এটিকে সরকারবিরোধী আন্দোলনের নতুন প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করতে চাইছেন।
১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতায় চারজন নিহত হওয়ার কথা বলা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
সরকার বলছে, “অপশক্তির উসকানিতে” সহিংসতা হয়েছে এবং তদন্ত চলমান।