ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
তবে এই খবরকে ‘গুজব’ বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তারা পায়নি এবং ইমরান খান নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
পিটিআই সূত্র জানায়,
“নওয়াজ শরিফ যদি সত্যিই সাক্ষাৎ করতে চান, তাহলে তাঁর দল বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসা উচিত। আপাতত এমন কিছু হয়নি।”
তারা আরও বলেছে, বর্তমান সরকার যদি সত্যিই সংলাপ চায়, তাহলে ‘মাঠের বাস্তবতা’ বদলাতে হবে। কারণ, সংরক্ষিত আসন বিতর্ক ও বিরোধীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ এখনও আছে।
সংসদ বিষয়ক ফেডারেল মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী বলেছেন,
“প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিরোধী নেতাদের সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা জানিয়েছেন। সংলাপের দরজা খোলা রয়েছে।”
তিনি আরও বলেন,
“নওয়াজ শরিফ চাইলে ইমরান খানের সঙ্গে জেলে সাক্ষাৎ করতেই পারেন।”
অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজের উপদেষ্টা রানা সানাউল্লাহ এক সাক্ষাৎকারে বলেন,
“নওয়াজ শরিফ আদিয়ালা জেল বা বানিগালায় কোনো বৈঠকে যাবেন না। তিনি সংলাপের পক্ষে, তবে কারও কাছে গিয়ে রাজি করানো তাঁর নীতিতে নেই।”
পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন,
“এখন পর্যন্ত সবই গুজব। সত্যিকারের সংলাপ চাইলে সরকারকে আগে প্রমাণ করতে হবে তারা সংবিধানের পথে ফিরে আসছে।”
তিনি আরও বলেন,
“নওয়াজ শরিফ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তার রাজনৈতিক ভিত্তি দুর্বল।”
#ImranKhan #NawazSharif #PakistanPolitics #PTI #PMLN #AdialaJail #PoliticalDialogue #PakistaniDemocracy #ShahbazSharif #SamaaTV