বৈঠকটির আয়োজন করা হয়েছে ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার যৌথ অনুরোধে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বৈঠকে চলমান সংকট ও উত্তেজনার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে।
ইরান জাতিসংঘে এক চিঠিতে উল্লেখ করেছে, সংঘাত বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্র এতে সরাসরি অংশগ্রহণ করছে বলে “ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ” রয়েছে। ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে না, বরং ইরানি ভূখণ্ডেও হামলার পরিকল্পনায় জড়িত।
এই অভিযোগের ভিত্তিতে ইরান জাতিসংঘের কাছে জরুরি বৈঠকের অনুরোধ জানায়, যা রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া সমর্থন করে। বৈঠকে মূলত উত্তেজনা কমানোর কূটনৈতিক সমাধান ও শান্তি বজায় রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করা হবে।
#UNSecurityCouncil #Israel #IranConflict #Diplomacy #InternationalRelations #MiddleEastCrisis #UNMeeting #GlobalPeace
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers