ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
🌍 "ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা পশ্চিমা দেশগুলোর নেই"—রুবিও
🇮🇱 "ইসরাইল না চাইলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না"
⚠️ ফিলিস্তিন স্বীকৃতি দিলে তা শান্তির পথে নয়, উল্টো পথে নিয়ে যাবে
💥 হামাস এখনো কমপক্ষে ২০ জনকে জীবিত জিম্মি করে রেখেছে এবং ৫০ জনের মরদেহ আটকে রেখেছে
🔁 "স্বীকৃতি মানে হামাসকে পুরস্কৃত করা, এটা যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করবে"
🗣️ "পশ্চিমা দেশগুলো অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে আন্তর্জাতিক প্রভাব বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নিচ্ছে"
মার্কো রুবিও বলেন:
“এই রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তগুলো আসলে বাস্তবতা বদলায় না। বরং হামাসকে এমন বার্তা দেয়—তাদের কার্যক্রম ফলপ্রসূ। আপনি মূলত জিম্মি করে মানুষ মারলে পুরস্কৃত হবেন, এমন বার্তা দিচ্ছেন।”
একাধিক স্বীকৃতি প্রদানকারী দেশ দাবি করেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া কোনো পক্ষপাতমূলক পুরস্কার নয়, বরং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত। তাদের ভাষায়, দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#ফিলিস্তিনরাষ্ট্র #মার্কোরুবিও #ইসরাইলফিলিস্তিন #হামাস #মধ্যপ্রাচ্যসংকট #USforeignpolicy #PalestineRecognition #TwoStateSolution #InternationalDiplomacy