ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:২৩ এএম
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:২৩ এএম
ঘটনার পরপরই কাতার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেয়। এতে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট রুট পরিবর্তন বা স্থগিত করতে বাধ্য হয়।
লেবাননের প্রধানমন্ত্রীর বিমানের গন্তব্য ছিল কাতার, কিন্তু আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় সেটি মাঝপথেই বাধাগ্রস্ত হয়। পরে জানা যায়, বিমানটি কাতারের পরিবর্তে বাহরাইনে অবতরণ করে।
লেবাননের সরকারের একজন উপদেষ্টা বিবিসিকে বলেন,
“প্রধানমন্ত্রী নিরাপদে আছেন এবং বর্তমানে বাহরাইনে অবস্থান করছেন।”
ইরান তাদের আঞ্চলিক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাতারভিত্তিক আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে মধ্যপ্রাচ্যজুড়ে এক ধরণের আতঙ্ক এবং অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে।
এই হামলার পর কুয়েত, বাহরাইন ও কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়।
কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশপথ ও বিমানবন্দর আবার চালু করেছে।
#IranQatarCrisis #LebanonPM #MiddleEastTension #MissileAttack #AirspaceClosed #NawafSalam #AlUdeidBase #QatarNews #BreakingNews #InternationalPolitics