শুক্রবার (১৮ জুলাই) সকালে থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার রেজিস্টারপত্র, মালখানা, হাজতখানা, মামলার অগ্রগতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মানসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত যাবতীয় বিষয় পর্যালোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন:
“জনগণের আস্থা অর্জনের জন্য থানাকে হতে হবে সেবামুখী। দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য।”
তিনি কর্মরত পুলিশ সদস্যদের সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে থানার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এসপি মোঃ মিজানুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সখিপুর থানার অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
#সখিপুর_থানা #টাঙ্গাইল_পুলিশ #এসপি_পরিদর্শন #বৃক্ষরোপণ #আইনশৃঙ্খলা #জনসেবা #BangladeshPolice #CommunityPolicing
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers