আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:৩৬ এএম
আপডেট: সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:৩৬ এএম
রবিবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় ছিলো দেশি-বিদেশি প্রায় ৫৮ প্রজাতির ফলের প্রদর্শনী। মেলার সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. কিশোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।
মেলায় দর্শনার্থীরা ঘুরে ঘুরে উপভোগ করেন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জামরুল, পেঁপে, আমলকি, ড্রাগন ফল, গাব, বরই, জাম্বুরা, সফেদাসহ বিভিন্ন দেশি-বিদেশি রঙিন ও সুস্বাদু ফল।
এসময় স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফল চাষে আগ্রহ প্রকাশ করেন এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন আয়োজকেরা।
মেলার শেষপর্বে প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে লেবু ও নারকেল গাছের চারা বিতরণ করা হয়, যা স্থানীয় ফলজ উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে জানান আয়োজকেরা।
বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আতিকুর রহমান তালুকদার
কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাদ হোসেন
কৃষি অফিসার মো. নাহিদুল ইসলাম নাহিদ
এসএপিপিও মোস্তাক আহমেদ
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনজিত কুমার সিংহ, মো. হাবিবুর রহমান, মো. সাইদুর রহমান, মো. সোহেল রানা, মো. আশরাফুদ্দৌলা খোকন, মামুন রশিদ, আহাদ আলী প্রমুখ।
মেলায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো লক্ষণীয়।
#FolkMela #Natore #NaldangaFruitFair #FruitExhibition #AgricultureBD #কৃষি_উন্নয়ন #দেশিফল #চারা_বিতরণ #AgriInnovation #বাংলাদেশকৃষি