বিপ্লর তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম
বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার মোড় থেকে একটি বিশাল বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় খাগড়াছড়ি মুক্তমঞ্চে, যেখানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা।
নেতৃবৃন্দ বলেন, “বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। দেশের মানুষ ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরে পেতে বিএনপির পতাকাতলে একত্রিত হচ্ছে।”
বিজয় শোভাযাত্রায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌর বিএনপি ইউনিটসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা ও সমাবেশ ঘিরে শহরে বিরাজ করছিল রাজনৈতিক উত্তেজনা ও সরব উপস্থিতি।
#BNP #খাগড়াছড়ি #বিজয়_শোভাযাত্রা #জাতীয়_রাজনীতি #বিএনপি_কর্মসূচি #হাসিনা_সরকার_পতন #বাংলাদেশ_রাজনীতি #জনসমাবেশ #চট্টগ্রাম_বিভাগ