মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামগড় থানাধীন তৈচালাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামগড় পৌরসভাস্থ তৈচালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) ও একই এলাকার মাধু মিয়ার ছেলে বাবুল মিয়া মুন্না (২৬)। এর মধ্যে রাজু ত্রিপুরা ওই ছাত্রীর পাশের গ্রামের ও বাবুল মিয়া অটোরিক্সা চালক।
অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে যে, গত রবিবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে ঐ শিক্ষার্থী বয়স (১১) প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য অটোরিকশা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে আশার সময় আসামীগন শিক্ষার্থীকে স্কুল গেইটে না নামিয়ে দিয়ে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। পরে মেয়েটির শোরচিৎকার করলে আশাপাশের লোকজন এগিয়ে আসলে অপহরণকারীগণ মেয়েটিকে ছেড়ে দিয়ে অটোরিকশা যোগে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ছাত্রীর অভিভাবক আটক দুই ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় এজাহার দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers