গোলাম রব্বানী টিটু, ঝিনাইগাতী-শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:৪৩ পিএম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি চালক শ্রমিক সমিতির নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে সাধারণ শ্রমিকদের মাঝে দেখা গেছে আনন্দ, প্রত্যাশা ও দীর্ঘ প্রতীক্ষার স্বস্তি।
স্থানীয় শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রভাবশালী লোকজন জোরপূর্বক চাঁদা আদায় ও স্ট্যান্ড দখলের মাধ্যমে সাধারণ চালকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে আসছিল। এবার নিজেদের প্রতিনিধি নিজেরা বেছে নেওয়ার সুযোগ পেয়ে শ্রমিকরা বলছেন, এটি তাঁদের জন্য একপ্রকার দুঃশাসন থেকে মুক্তি।
ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। ৪১২ জন ভোটারের মধ্যে ৩৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটের পরিবেশ ছিল উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। ভোটকেন্দ্র ছিল খাদ্য ব্যবসায়ী হল রুম।
নির্বাচনে মোট ২২ জন প্রার্থী ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন:
সভাপতি পদে – ৪ জন
সহ-সভাপতি – ৩ জন
সাধারণ সম্পাদক – ৩ জন
সহ সাধারণ সম্পাদক – ২ জন
সাংগঠনিক সম্পাদক – ২ জন
কোষাধ্যক্ষ – ২ জন
দপ্তর সম্পাদক – ২ জন
প্রচার সম্পাদক – ২ জন
কার্যকরী সদস্য – ২ জন
ভোটগ্রহণ ছিল সুশৃঙ্খল। প্রতিটি প্রার্থী নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণা চালান এবং ভোটারদের উৎসাহিত করেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বাদশা মিয়া বলেন:
“দীর্ঘদিন ধরে শ্রমিকরা শৃঙ্খলে আবদ্ধ ছিল। আজ তারা নিজেদের প্রতিনিধি নিজেরা বেছে নিতে পারছে, এটাই সবচেয়ে বড় অর্জন।”
সমিতির উপদেষ্টা ও বিএনপির ঝিনাইগাতী উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহাজাহান আকন্দ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সারাদিন নির্বাচন পর্যবেক্ষণ করেন।
প্রিজাইডিং অফিসার আবিনূর ইসলাম জানিয়েছেন:
“একটি অনুকরণীয় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলমান থাকায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যায়নি।
#ঝিনাইগাতী #শ্রমিক_নির্বাচন #অটো_টেম্পু_সমিতি #চাঁদাবাজি_বিরোধ #আওয়ামী_শাসন #BNP #স্থানীয়_নির্বাচন #শান্তিপূর্ণ_ভোট #শেরপুর_সংবাদ