হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০১:০০ পিএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০১:০০ পিএম
বিজিবির পক্ষ থেকে বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী।
🇮🇳 ভারতীয় হেরোইন – ১.২৪০ কেজি
🇮🇳 ফেনসিডিল – ২১ বোতল
💊 ট্যাপেনটাডল ট্যাবলেট – ২৮৮ পিস
🍷 ভারতীয় মদ – ৩ বোতল
👗 ভারতীয় শাড়ি – ১১ পিস
💍 সিটি গোল্ডের আইটেম – ২,২৩৮ পিস
💄 ভারতীয় কসমেটিক্স – ৫৮০ পিস
🚬 পাতার বিড়ি, 🍜 খাদ্য সামগ্রীসহ আরও বিভিন্ন পণ্য
সবকটি পণ্য দর্শনা, বড়বলদিয়া, ফুলবাড়ী, রুদ্রনগর, বাজিতপুর ও চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক হায়দার আলী জানান, “মাদক ও চোরাচালান চক্রকে দমন করতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য চোরাচালান পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “বিজিবির এই সাফল্য শুধুমাত্র বাহিনীর পেশাদারিত্বের প্রমাণই নয়, বরং এটি সীমান্ত এলাকাকে অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখার রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ।”
বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।
#চুয়াডাঙ্গা #সীমান্তঅভিযান #বিজিবি #মাদকদমন #চোরাচালান #বাংলাদেশসীমান্ত #হেরোইন #ফেনসিডিল #সিটি_গোল্ড #Tapentadol #চুয়াডাঙ্গাখবর #সীমান্তনিরাপত্তা