ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
নিহতদের একজন সাইফুল ইসলাম, পাথরঘাটা উপজেলার বাসিন্দা, যিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন শেফালী বেগম, বেতাগী উপজেলার, যিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
নতুন আক্রান্ত ৬৩ জনের মধ্যে:
বরগুনা সদর – ৪৬ জন
পাথরঘাটা – ১১ জন
বামনা – ৩ জন
আমতলী, তালতলী ও বেতাগী – ১ জন করে
বর্তমানে জেলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৬ জন, যার মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৪৫ জন।
মোট আক্রান্ত: ৩,৫২২ জন
বরগুনা সদর: ৩,১১৬ জন
পাথরঘাটা: ১৬৬ জন
বামনা: ১০৬ জন
তালতলী: ৫৫ জন
আমতলী: ৪৩ জন
বেতাগী: ৩৬ জন
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান:
“প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে আসছে। চিকিৎসা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।”
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন:
“ডেঙ্গু নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি বিপর্যয়কর হতে পারে। শুধু স্বাস্থ্যসেবা নয়, জনসচেতনতা এবং মশা নিধনে সক্রিয় অভিযান চালানো ছাড়া কোনো উপায় নেই।”
#বরগুনা #ডেঙ্গু #স্বাস্থ্যখবর #BreakingNews #BangladeshHealth #DengueOutbreak #BargunaNews #PublicHealth