ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫
আপডেট : ০৩ জুলাই ২০২৫
এই চিঠি বুধবার (২ জুলাই) পাঠানো হয়, এবং তা পরে প্রকাশ্যে শেয়ার করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ। খবর: আনাদোলু এজেন্সি।
চিঠিতে বলা হয়েছে—
“যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ইসরায়েলের জন্য এক ‘ঐতিহাসিক সুযোগ’। এখন যদি আমরা পশ্চিম তীর দখল না করি, তাহলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য জায়গা তৈরি হয়ে যাবে—যা ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকটে পরিণত হতে পারে।”
মন্ত্রীদের দাবি, আগামী ২৭ জুলাই নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে।
চিঠিতে স্বাক্ষর করেছেন—
প্রতিরক্ষা মন্ত্রী
অর্থমন্ত্রী (বেজালেল স্মতরিচ)
যোগাযোগ, কৃষি, জ্বালানি, অর্থনীতি ও পরিবহন মন্ত্রী
বিচারমন্ত্রী
সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রী
প্রবাসী ইহুদি বিষয়ক মন্ত্রী
আঞ্চলিক সহযোগিতা ও সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী
নেসেট স্পিকার আমির ওহানা
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে,
“পশ্চিম তীর ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। যদি ইসরায়েল এটি সংযুক্ত করে, তাহলে দুই-রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধান পুরোপুরি ধসে পড়বে।”
বিশেষজ্ঞদের মতে,
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন এবং তাঁর সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক
যুক্তরাষ্ট্রের বর্তমান ভূরাজনৈতিক অবস্থান
গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েলের আগ্রাসী কৌশল
এসবের সমন্বয়েই কট্টর ডানপন্থীরা এখন ‘চূড়ান্ত পদক্ষেপ’ নিতে মরিয়া।
#WestBank #Netanyahu #IsraelPolitics #TrumpSupport #IsraeliAnnexation #Palestine #TwoStateSolution #BezalelSmotrich #MiddleEastCrisis #AmirOhana #Settlements #GazaWestBank