ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:১৪ এএম
আপডেট: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:১৪ এএম
বুধবার (২৩ জুলাই) মালয়েশিয়ার সময় সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম এ প্রতিক্রিয়া জানান।
“ঢাকার স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। প্রাণ হারিয়েছে অনেক মানুষ, যার মধ্যে শিশুরাও রয়েছে। আহত হয়েছে শতাধিক।”
তিনি আরও লেখেন:
“নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরী শিক্ষার্থীদের রক্ষায় ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গের মধ্যে প্রবেশ করেছিলেন। এ সাহসিকতা সত্যিই অনন্য।”
বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন:
“আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে সমবেদনা জানাবো। আমরা বাংলাদেশের পাশে আছি—এই দুঃখের সময়ে।”
“প্রতিটি হারানো প্রাণের জন্য আমরা শোকাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
মাহেরীন চৌধুরী ছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। দুর্ঘটনার সময় তিনি বাচ্চাদের বের করে আনতে গিয়ে নিজেই আগুনে পুড়ে প্রাণ হারান। সামাজিক মাধ্যমে তাকে ‘মানবিক বীর’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
#উত্তরা_বিমান_দুর্ঘটনা
#মাহেরীন_চৌধুরী
#আনোয়ার_ইব্রাহিম
#মালয়েশিয়া_বাংলাদেশ_সম্পর্ক
#শিশু_নিহত
#বীর_শিক্ষিকা