এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন—
৭৯ জন দ্রুজ যোদ্ধা
৫৫ জন সাধারণ মানুষ, যাদের মধ্যে ২৭ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে
১৮৯ জন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য
১৮ জন বেদুইন যোদ্ধা
এই রক্তক্ষয়ী সংঘর্ষে একজন সাংবাদিক হাসান আল-যাবিও নিহত হয়েছেন। সিরিয়ান সাংবাদিক ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়, তিনি ‘অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীর’ গুলিতে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারান। তবে তিনি কোন সংবাদমাধ্যমে কাজ করতেন, সেটি প্রকাশ করা হয়নি।
অবজারভেটরি আরও জানিয়েছে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অতিরিক্ত ১৫ জন সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, এই সহিংসতা সাম্প্রদায়িক উত্তেজনা ও স্থানীয় রাজনীতির জটিলতায় নতুন মাত্রা যোগ করছে।
#সিরিয়া #সুবাইদা #সংঘর্ষ #নিহত #সাংবাদিক_নিহত #দ্রুজ #বেদুইন #ইসরায়েলি_হামলা #MiddleEast #SyriaConflict
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers