ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫
আপডেট : ০৩ জুলাই ২০২৫
বিলটি নিয়ে রাতভর আলোচনার পরও যথেষ্ট ভোট নিশ্চিত করতে পারেননি রিপাবলিকান নেতারা। হাউস স্পিকার মাইক জনসন জানান, প্রয়োজন হলে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হবে।
কট্টরপন্থী রিপাবলিকানদের একটি অংশ বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত চারজন রিপাবলিকান প্রতিনিধি সরাসরি বিরোধিতা করেছেন। আরও তিনজন মত বদলালেই বিলটি পাস হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে।
বুধবার হোয়াইট হাউসে এক জরুরি বৈঠকে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মেডিকেইড প্রধান ড. মেহমেত ওজ উপস্থিত ছিলেন।
ড. ওজ গ্রামীণ হাসপাতাল ও ‘প্রোভাইডার ট্যাক্স’ সংক্রান্ত বিষয়গুলো আইনপ্রণেতাদের সামনে ব্যাখ্যা করেন। তাঁর যুক্তি ছিল, এই বিল স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—বিশেষ করে দুর্গম এলাকায়।
দক্ষিণ ডাকোটার প্রতিনিধি ডাস্টি জনসন বলেন, "বৈঠকগুলো ইতিবাচক। সদস্যরা ধীরে ধীরে 'হ্যাঁ' বলার পথে আসছেন।"
তবে হাউজ ফ্রিডম ককাস নামক কট্টরপন্থী গোষ্ঠী বিলের বিরোধিতা করে একটি বিবৃতি দিয়েছে। সেখানে অতিরিক্ত বাজেট ঘাটতি, দুর্বল এনার্জি ট্যাক্স ক্রেডিট এবং অনাকাঙ্ক্ষিত মেডিকেইড পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।
বিলটি যদি হাউসে পাস না হয়, তবে তা আবার সিনেটে ফিরে যাবে এবং পুরো প্রক্রিয়া শুরু থেকে চালাতে হবে। হাউস নেতারা চাইছেন, ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের আগেই বিলটি পাস করিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে।
#DonaldTrump #RepublicanParty #USPolitics #TaxBill #Medicaid #FreedomCaucus #MikeJohnson #MehmetOz #JDVance #HouseVote #BigBeautifulBill