প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:২৪ এএম
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:২৪ এএম
নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, তিনি মঙ্গলবার সকালে পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি জানান, ‘এখনও অনেক কিছু’ নিয়ে কাজ করা বাকি। খবর বিবিসির।
ট্রাম্প লেখেন, দুই পক্ষ মিলিয়ে প্রতি সপ্তাহে আড়াই হাজার সৈন্য নিহত হচ্ছে এবং এটি এখনই শেষ হওয়া উচিত। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
এর আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘আমরা দেখব শান্তিচুক্তি, যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কি না। আমি মনে করি, আমরা এটি করতে সক্ষম হব। ’
এদিকে সোমবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তোলেন। ‘এই (যুদ্ধবিরতি) প্রস্তাব অনেক আগেই বাস্তবায়ন করা যেত,’ তিনি বলেন। তিনি আরও বলেন, ‘যুদ্ধের প্রতিটি দিন মানেই মানুষের মৃত্যু। ’
যুদ্ধবিরতি আলোচনা কতটা অগ্রসর হয়েছে তা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে।
গত সপ্তাহে জেদ্দায় ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলোচনার মূল বিষয় ছিল ‘সংলাপের প্রক্রিয়া কেমন হবে’, তবে ‘সুনির্দিষ্ট শর্তগুলো’ নিয়ে আলোচনা হয়নি।
মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন দূত স্টিভ উইটকফ আরও সতর্কভাবে মন্তব্য করছেন।
এদিকে, যুক্তরাজ্য ও ফ্রান্স পুতিনকে আহ্বান জানিয়ে বলেছে, সত্যিই ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করতে চান কি না, তা প্রমাণ করুন।