ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫
আপডেট : ০৩ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (৩ জুলাই) পিটিআই’র অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইমরান খানের একটি বার্তা পোস্ট করে এই ঘোষণা দেওয়া হয়।
ইমরান খান দাবি করেছেন, ক্ষমতাসীন শেহবাজ শরিফ সরকার সংসদে সংবিধানের ২৭তম সংশোধনী আনতে যাচ্ছে, যা পাকিস্তানের সাংবিধানিক কাঠামোকে ভেঙে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করবে।
“এই ভুয়া সংসদের মাধ্যমে যেভাবে শাসন চলছে, সেটা না লুকিয়ে বরং প্রকাশ্যে রাজতন্ত্র ঘোষণা করাই ভালো,” — এমন মন্তব্য করেন তিনি।
কারাবন্দি অবস্থায় থেকেই ইমরান খান সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন,
“একটি মাফিয়া গোষ্ঠী পুরো জাতিকে দাস বানিয়ে রাখতে চায়। আমি অন্ধকার কারাগারে থাকতে রাজি, কিন্তু দাসত্ব কখনো মানব না।”
তিনি অভিযোগ করেন, তার কণ্ঠরোধ করতে বারবার চেষ্টা চলছে, যাতে তার বার্তা জনগণের কানে না পৌঁছায়।
ইমরান বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা না করে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেই প্রমাণ দিয়েছেন, পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে।”
ইমরান খানের ঘোষণার পরপরই তার দল পিটিআই জানিয়েছে, আশুরা শেষেই শুরু হবে শান্তিপূর্ণ আন্দোলন। তবে সরকার বাধা দিলে তারা ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত রয়েছে বলে জানান দলের জ্যেষ্ঠ নেতারা।
#ImranKhan #PTI #PakistanPolitics #ShehbazSharif #AsimMunir #27thAmendment #PakistanProtest #AzadiMarch #PrisonPolitics #PTIMovement #PakMilitary #FreeSpeech