ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫
আপডেট : ০৩ জুলাই ২০২৫
ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার রাতে, যখন “KMP Tunu Pratama Jaya” নামের একটি যাত্রীবাহী ফেরি কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল। পথে সাগরের উত্তাল ঢেউয়ের মুখে পড়েই ফেরিটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানায়, ফেরিটিতে ছিল—
৫৩ জন যাত্রী
১২ জন নাবিক
২২টি যানবাহন, যার মধ্যে ছিল ১৪টি ট্রাক
উদ্ধার তৎপরতা চলছে টাগ বোট ও উদ্ধারকারী নৌকায়। এখন পর্যন্ত:
২০ জন জীবিত উদ্ধার
৪ জনের মরদেহ উদ্ধার
৪ জন লাইফবোটে করে উপকূলে পৌঁছায়
নিখোঁজ: ৪১ জন
বৃহস্পতিবার ভোর থেকে নয়টি উদ্ধারকারী নৌকা উদ্ধারকাজে অংশ নিয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল, প্রায় দুই মিটার উচ্চ ঢেউ উদ্ধার তৎপরতায় বাঁধা সৃষ্টি করছে।
ইন্দোনেশিয়া প্রায় ১৭,০০০ দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। ফেরি ও নৌপথই এখানকার যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু:
অতিরিক্ত যাত্রী বহন
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা
এই দুই প্রধান কারণেই ফেরি দুর্ঘটনার হার বেড়েই চলেছে।
#FerryAccident #IndonesiaNews #MaritimeDisaster #JavaSea #KMP_TunuPratamaJaya #FerryCapsize #Gilimanuk #Ketapang #RescueOperation #SeaStorm