ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:৩৯ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:৩৯ এএম
“সিদ্ধান্ত হয়ে গেছে,” — ইসরায়েলি চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা-কে এমনই জানিয়েছেন নেতানিয়াহুর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
গাজার সর্বত্র ইসরায়েলি সামরিক অভিযান চলবে
হামাসের নিয়ন্ত্রিত অঞ্চল ও জিম্মিদের অবস্থান– সব জায়গাই থাকবে টার্গেটে
কোনো ধরনের "আত্মসমর্পণ না আসলে" হামাস জিম্মি মুক্তি দেবে না বলে আশঙ্কা
ওই কর্মকর্তা আরও বলেন:
“আমরাও আত্মসমর্পণ করব না। এখনই পদক্ষেপ না নিলে জিম্মিরা অনাহারে মারা যাবে।”
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর এই পরিকল্পনাকে “দখলদারিত্ব ও মানবতার বিরুদ্ধে অপরাধ” আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে।
আল জাজিরা এ নিয়ে নেতানিয়াহুর দপ্তরের কাছে মন্তব্য চাইলেও কোনো সাড়া পায়নি।
ইসরায়েলের টানা হামলায় গাজায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।
গতকাল সোমবার:
নিহত: ৭৪ জন
এদের মধ্যে ৩৬ জনই ছিলেন ত্রাণ সংগ্রহের সময় আক্রান্ত
▶️ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়:
এ পর্যন্ত দুই বছরে মারা গেছেন ৬০,৯৩০ জন ফিলিস্তিনি,
এর মধ্যে ১৮,৪৩০ জন শিশু।
হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের দুর্বল অবস্থার ভিডিও ফাঁস হওয়ার পর
নেতানিয়াহুর বিরুদ্ধে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ উঠেছে।
ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন:
“জিম্মিদের মুক্তি, হামাসের পরাজয় এবং গাজাকে চিরতরে হুমকিমুক্ত করাই আমাদের যুদ্ধের লক্ষ্য।”
হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেন:
“যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের নৃশংসতা উপেক্ষা করছে। নেতানিয়াহুর জেদ ও অহংকার জিম্মিদের মৃত্যুর কারণ হতে পারে।”
তথ্য | পরিমাণ |
---|---|
নিহত ফিলিস্তিনি | ৬০,৯৩০+ |
নিহত শিশু | ১৮,৪৩০ |
একদিনে নিহত (৫ আগস্ট) | ৭৪ |
জিম্মি (হামাসের কাছে) | ৪৯ |
ধারণা: জীবিত জিম্মি | ২২ |
#গাজাযুদ্ধ
#নেতানিয়াহু
#ইসরায়েলফিলিস্তিন
#হামাস
#মধ্যপ্রাচ্যসংঘাত
#গাজাদখল
#জিম্মি
#মানবিকবিপর্যয়
#IsraelGazaConflict