ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
টেক্সাসের গুয়াদালুপে নদীতে মাত্র ৪৫ মিনিটে পানি বেড়ে যায় ২৬ ফুট, যা আশপাশের বসতি ও শিবিরগুলোকে সম্পূর্ণভাবে প্লাবিত করে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন,
“এটা নজিরবিহীন ঘটনা। প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের কয়েকটি কাউন্টি বিপর্যস্ত। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।”
তিনি জানান, রাত পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৬৭ জনকে হেলিকপ্টার ব্যবহার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বন্যায় সবচেয়ে বিপর্যস্ত হয়েছে গুয়াদালুপ নদীর তীরে অবস্থিত একটি মেয়েদের খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবির।
সেখানে ২৩ থেকে ২৫ জন অংশগ্রহণকারী নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ড্যান প্যাট্রিক হুঁশিয়ার করে বলেন,
“পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সান আন্তোনিও থেকে ওয়াকো পর্যন্ত এলাকা ঝুঁকির মুখে।”
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ইতোমধ্যেই কের কাউন্টি সহ একাধিক অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন।
তিনি বলেন,
“ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং সহায়তা প্রদান আমাদের প্রথম অগ্রাধিকার।”
#TexasFlood #GuadalupeRiver #FlashFlood #TexasEmergency #USWeatherAlert #NaturalDisaster #ChristianCampFlood #GregAbbott #DanPatrick #WacoFloodAlert