শনিবার সকালে বান্দরবান সদরের মেঘলা পর্যটন এলাকায় নতুন জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
তিনি আরও বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। ১৬ কোটি টাকার ব্যয়ে নির্মিত চারতলা এই মডেল মসজিদটি এখন স্থানীয় জনগণের দায়িত্বে রয়েছে, যেটি কার্যকরভাবে পরিচালনা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে জীবন্ত রাখতে হবে।
তিনি বলেন, মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের কেন্দ্র। নিয়মিত নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#জাতীয়_নির্বাচন #সরকার #ধর্ম_উপদেষ্টা #বান্দরবান #মডেল_মসজিদ #নির্বাচন_প্রতিশ্রুতি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
প্রেস সচিব শফিকুল আলম: “সাংবাদিকদের গত ১৫ বছরের কার্যক্রম নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ণ তদন্ত হবে।” ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) পর্যালোচনা ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers