ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
আপডেট : ২২ জুলাই ২০২৫
বিধ্বস্তের সময়কার সিসিটিভি ফুটেজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে “Sky Force” নামের একটি ফেসবুক পেইজে প্রকাশিত হয়। এতে দেখা যায়, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১২ মিনিটে দ্রুতগতিতে ছুটে আসা একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে একটি স্কুল ভবনে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে ও চারপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ঘটনার তারিখ: সোমবার, ২১ জুলাই ২০২৫
সময়: দুপুর ১টা ১২ মিনিট
স্থান: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার দিয়াবাড়ি
বিমান: FT-7 BGI যুদ্ধবিমান (প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল)
এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৫ জনই শিশু।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আরও ৭৮ জন আহত হয়ে চিকিৎসাধীন। অনেকের অবস্থা জটিল ও আশঙ্কাজনক।
যুদ্ধবিমানটি বিল্ডিংয়ের ওপরে সরাসরি পতিত হয়
ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে মুহূর্তেই
সেকেন্ডের মধ্যে গাঢ় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় স্কুল এলাকা
আশপাশে থাকা লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে
https://www.facebook.com/share/v/15f3TBWmYX/
#মাইলস্টোন_বিমান_দুর্ঘটনা #CCTV_ফুটেজ #FT7BGI #SkyForce #বিমান_বিধ্বস্ত #উত্তরা_ট্র্যাজেডি #বাংলাদেশ_বিমানবাহিনী #দুর্ঘটনার_ভিডিও #BreakingBDNews #MilestoneCrash