ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:৩১ এএম
আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:৩১ এএম
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে তাবলিগের উভয় পক্ষের মুরব্বিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন,
“কমিটিতে দুই পক্ষের প্রতিনিধিরা থাকবেন। আমরা আশাবাদী, এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় পৌঁছাবে এবং ভবিষ্যতে সংঘাতের পথ রুদ্ধ হবে।”
তিনি আরও বলেন, দুই পক্ষই আলাদাভাবে বৈঠকে বসতে আগ্রহী ছিলেন। তবে এবার প্রথমবারের মতো উভয় পক্ষ একসঙ্গে একই বৈঠকে অংশগ্রহণ করলো, যা একটি ইতিবাচক অগ্রগতি।
উপদেষ্টা খালিদ হোসেন মনে করিয়ে দেন,
“গত বছর একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আমরা চাই না ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হোক।”
তিনি বলেন, সরকার চাইছে একটি স্থায়ী সমঝোতা ও ইজতেমা এবং কাকরাইল মসজিদ ব্যবস্থাপনা নিয়ে ঐক্যমত গঠনে উভয় পক্ষ দায়িত্বশীল ভূমিকা নিক।
উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, দুই গ্রুপ কি একসঙ্গে ইজতেমা করবেন?
উত্তরে তিনি বলেন,
“আমরা এখনো সে পর্যায়ে পৌঁছাইনি। বিষয়টি আলোচনা সাপেক্ষ।”
বৈঠকে উপস্থিত ছিলেন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী
সাদ কান্ধলভীপন্থী মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম
জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হক
এবং উভয় পক্ষের সম্মানিত মুরব্বিরা
ধর্ম উপদেষ্টা জানান, ভবিষ্যতে আরও বৈঠকের মাধ্যমে এ আলোচনা এগিয়ে নেওয়া হবে।