ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
রোববার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন:
“এ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচার যেন দ্রুত হয়, সে লক্ষ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।”
তিনি আরও বলেন,
“এই মামলায় কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব কাজ করবে না। সবাই আইনের আওতায় আসবে।”
গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সির সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে, পাকা রাস্তার ওপর ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত এবং কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরদিন নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সির সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ দেশজুড়ে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
রোববার আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট ৭ জন আসামি গ্রেপ্তার হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট থানা।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুরো প্রস্তুত হয়ে যাবে।”
#সোহাগ_হত্যা #মিটফোর্ড #দ্রুত_বিচার_ট্রাইব্যুনাল #স্বরাষ্ট্র_উপদেষ্টা #চাঁদ_মিয়া #নৃশংস_হত্যা #ঢাকা_ক্রাইম #সংবাদবাংলা