ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে এ কথা জানান।
উপদেষ্টা বলেন,
“সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করা হবে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যেসব শিশুর উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদের সিঙ্গাপুর পাঠানো হবে। বাকি শিশুদের স্থানীয় চিকিৎসার আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, আগামীকাল সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করবে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এম সাখাওয়াত হোসেন বলেন,
“প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার পেছনে পাইলটের ভুল বা যান্ত্রিক ত্রুটি—দু’টিই সম্ভাব্য কারণ হতে পারে। যদিও বিমানের ভিতরের প্রযুক্তি নিয়মিত হালনাগাদ করা হয়, তবুও ব্ল্যাকবক্স বিশ্লেষণ ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না।”
সোমবার (২১ জুলাই) দুপুর ১:১৮ মিনিটে
উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে
বিমানবাহিনীর FT-7BGI মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়
বিমানে আগুন ধরে যায়, এবং চারদিকে ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ড
উল্লেখ্য, দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু এবং আহত আরও ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
“ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অনেক শিশু গুরুতর দগ্ধ। কিছু রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তার মাধ্যমে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।”
#মাইলস্টোন_বিমান_দুর্ঘটনা #দগ্ধ_শিশু #সিঙ্গাপুর_চিকিৎসা #সাখাওয়াত_হোসেন #জাতীয়_বার্ন_ইনস্টিটিউট #ব্ল্যাকবক্স_তদন্ত #FT7BGI #মাইলস্টোন_ট্র্যাজেডি #বাংলাদেশ_সংবাদ