ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
সোমবার (৭ জুলাই) পিজিআরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন।
১৯৭৫ সালের ৫ জুলাই গঠিত হয় দেশের অন্যতম সম্মানিত বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)। ২০২৫ সালে এসে তাদের পঞ্চাশ বছর পূর্তিতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
রাজধানীর পিজিআর সদর দপ্তরে রাষ্ট্রপতি পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।
রাষ্ট্রপতি পরে কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং অফিসার ও সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
পিজিআরের শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি বলেন:
“পিজিআরের সদস্যরা সবসময় নেতৃত্বের প্রতি অনুগত থেকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রেখে দায়িত্ব পালন করে আসছেন। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।”
তিনি মুক্তিযুদ্ধে শহীদ ও পিজিআরের পাঁচজন শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান
সেনাবাহিনীর সিজিএস, পিএসও এএফডি, কিউএমজি
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রতিরক্ষা সচিব
রাষ্ট্রপতির সামরিক সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা
#PresidentSahabuddin #PGR50Years #PressidentGuardRegiment #MilitaryBangladesh #LeadershipLoyalty #GoldenJubileePGR #ISPR #BangladeshArmy #পিজিআর #রাষ্ট্রপতি