ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম
সেই সময় বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দিলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দেন—এমন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া দুইটি অডিও রেকর্ডের একটি অংশ ২০২৪ সালের ২২ জুলাই, অন্যটি ৩ আগস্ট-এর বলে দাবি করা হচ্ছে।
৩ আগস্টের রেকর্ড অনুযায়ী, তাপস শেখ হাসিনাকে বলেন:
“আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম, যাব?”
উত্তরে হাসিনা বলেন:
“হ্যাঁ, যাও।”
তাপস তখন জানান, তার ‘জিও’ (Government Order) এখনো হয়নি, এ কারণে ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়েছে। তিনি শেখ হাসিনাকে অনুরোধ করেন, কাউকে বলে যেন তাকে যেতে দেওয়া হয়। উত্তরে শেখ হাসিনা বলেন,
“না না, আমি তার সঙ্গে কথা বলব কেন। আমি অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি।”
হাসিনা তাপসকে জানান, তার সেক্রেটারি শাহ সালাউদ্দিন-এর সঙ্গে যোগাযোগ করতে।
ফাঁস হওয়া অন্য অডিও ক্লিপে তাপস বলেন:
“হাসুমনি, একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসব?”
উত্তরে শেখ হাসিনা বলেন:
“এসবের মধ্যে আসার দরকার নেই।”
তাপস জানতে চান:
“তাহলে কারফিউ শিথিল হওয়ার পর আসি?”
হাসিনা জবাবে জানান, তখন তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে থাকবেন এবং দুপুর ২-৩টার মধ্যে তাপস দেখা করতে পারেন।
এই অডিও রেকর্ড যদি সত্যি হয়, তাহলে তা সরকারের উচ্চপর্যায়ের গোপনীয় যোগাযোগের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে, বিশেষ করে সংকটকালীন মুহূর্তে ক্ষমতাসীন ব্যক্তিদের সিদ্ধান্ত ও প্রতিক্রিয়ার ধরন বুঝতে এটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে দাঁড়াতে পারে।
কেন তাপস সেসময় দেশ ছাড়তে চেয়েছিলেন?
জিও ছাড়াই তিনি কীভাবে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন?
এ ধরনের অডিও রেকর্ড কীভাবে ফাঁস হলো?
এটি আসল নাকি ভুয়া—সরকারি কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
#অডিওফাঁস
#শেখহাসিনা
#শেখতাপস
#বিমানবন্দরঘটনা
#রাজনৈতিকসংকট
#জুলাইআন্দোলন২০২৪
#সিঙ্গাপুরযাত্রা
#বাংলাদেশরাজনীতি