ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট: বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত “টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারা : চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ।
ধর্ম উপদেষ্টা বলেন—
“মাদ্রাসা শিক্ষাব্যবস্থার টুটি যারা চেপে ধরতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা যেন ফ্যাসিবাদের পুনর্জাগরণ না দেখি, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “আলিয়া মাদ্রাসা শত বছরের ঐতিহ্য। এই ধারা ভারতীয় উপমহাদেশে ইসলামী চিন্তা ও জ্ঞান বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি অভিযোগ করেন,
“বিগত ষোল বছর ইসলামি শিক্ষা, আরবি সাহিত্য ও ইসলামের ইতিহাস বিষয়ে অবহেলা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে অন্যান্য বিষয়ে অনার্স চালুতে সহায়তাশীল ছিল, সেখানে ইসলামি বিষয়ে ছিল নেতিবাচক।”
ধর্ম উপদেষ্টা জানান, এখন সেই ধারা থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়। ইসলামি শিক্ষার প্রতি সম্মানবোধ ফিরিয়ে আনলেই মাদ্রাসা শিক্ষাও ঘুরে দাঁড়াবে।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
বক্তব্য রাখেন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ আলী
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মো. অলিউল্লাহ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম
সেমিনারে শতাধিক ইসলামি পণ্ডিত, আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
#MadrasaEducation #IslamicStudies #ReligiousAdvisor #DrKhalidHossain #AlyaMadrasa #BangladeshEducation #MadrasahReform #IslamicEducationBangladesh