ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫
আপডেট : ০৩ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফেসবুক পোস্টে ফারুকী বলেন:
“জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে দ্বিধা ছিল। ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ বিষয়টি অনেকের কাছে ভালো আইডিয়া মনে হয়নি।”
তিনি জানান, অভ্যন্তরীণ আলোচনার পর এই কর্মসূচি অন্তর্ভুক্ত করা হলেও নতুন করে চিন্তা-ভাবনার পর তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফারুকী আরও জানান,
“আমরা দ্রুত নিজেদের মধ্যে সভা করেছি। আপনাদের মতামতও পেয়েছি। তাই ১৮ জুলাইয়ের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না।”
তবে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের অন্য সকল কর্মসূচি অপরিবর্তিত থাকবে।
উপদেষ্টা ফারুকী এক উদ্দীপ্ত বার্তায় বলেন:
“Let’s reconnect, regroup and reignite the very July fire.”
এর আগে ২ জুলাই রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা প্রকাশ করা হয়। সেখানেই ১৮ জুলাই ১ মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা উল্লেখ ছিল, যা এখন বাতিল হলো।
#জুলাইপুনর্জাগরণ #ইন্টারনেটব্ল্যাকআউট #MustafaSarwarFarooki #সংস্কৃতিকর্মসূচি #JulyCommemoration #আন্দোলনস্মরণ #বাংলাদেশরাজনীতি #জুলাই২০২৫