সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”
তিনি জানান, ৩ আগস্টকে ঘিরে আতঙ্ক থাকলেও আল্লাহর রহমতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমোন্নতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল, তা এখন অনেক উন্নত। তবে কাঙ্ক্ষিত মাত্রায় এখনো পৌঁছায়নি।”
তিনি আরও যোগ করেন,
“আইনশৃঙ্খলা ভালো হয়েছে কি না, সেটি আপনারাই ভালো বলতে পারবেন।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমরা সবাইকে প্রটোকল দেই। যে বেশি ভলনারেবল, তাকে বেশি দেই; যে কম, তাকে কম দেই। এটাই স্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা।”
#জাতীয়_নির্বাচন #স্বরাষ্ট্র_উপদেষ্টা #নির্বাচন_নিরাপত্তা #অভিযান_চলবে #বাংলাদেশ_রাজনীতি #আইনশৃঙ্খলা
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers