ডেস্ক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট: সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:১৮ এএম
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।
তিনি জানান, ২৮ থেকে ৩১ মে পর্যন্ত জাপান সফরে থাকবেন প্রধান উপদেষ্টা। সফরের অংশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা চাওয়া হবে।
সফরের উল্লেখযোগ্য দিক হিসেবে জানা গেছে, ড. ইউনূসকে জাপানের সোকা ইউনিভার্সিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এই সম্মাননার মধ্য দিয়ে দুই দেশের শিক্ষা ও সংস্কৃতির মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে আন্তর্জাতিক পরিসরে বেশ সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ড. ইউনূস। গত বছরের সেপ্টেম্বরে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে, ডিসেম্বরে মিশরে ডি-৮ সম্মেলনে অংশ নেন।
চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন, মার্চে চীন সফর, এপ্রিল মাসে থাইল্যান্ড সফর এবং সম্প্রতি কাতার ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের মাধ্যমে তাঁর আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে কূটনৈতিক মহল আশা প্রকাশ করছে।