ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যারা অন্যায় করেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হবে।”
প্রশ্ন উঠেছিল, গোয়েন্দা সংস্থার কাছে আগাম কোনো তথ্য ছিল কি না? এ বিষয়ে তিনি বলেন, “গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এমন পরিমাণ সহিংসতা হবে, সেটা ছিল না।”
জাতীয় নাগরিক ঐক্য (এনসিপি) নেতাদের অভিযোগ ছিল, আইন-শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “এ ব্যাপারে আপনারাও অনেক কিছু বলতে পারেন। যার যা বক্তব্য, সে তা দেবে।”
তিনি জানান, “কালই আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এমন সহিংসতা না ঘটে, তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।” বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
সহিংসতার পেছনে যারা আছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
গোয়েন্দা তথ্য ছিল, তবে সহিংসতার মাত্রা অনুমান করা যায়নি
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সজাগ থাকবে
#গোপালগঞ্জ #সহিংসতা #স্বরাষ্ট্র_উপদেষ্টা #জাহাঙ্গীর_আলম #আইন_শৃঙ্খলা #বাংলাদেশ #গোয়েন্দা_তথ্য #BangladeshNews #GopalganjViolence #Security