দাবি আদায়ে তারা আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন আগারগাঁওয়ে কমিশন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন তারা।
আগামী তিন দিনের মধ্যে দাবি আদায় না হলে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ দাবিতে আন্দোলন নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে পিএসসির সামনে বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীদের পক্ষে ডা. ইমতিয়াজ আহমেদ এ ঘোষণা দেন। এরপর তারা পিএসসি এলাকা ছেড়ে চলে যান।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পিএসসি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
তবে দুপুরের দিকে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসি ভবনের ভেতরে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, আন্দোলনকারীদের লিখিত পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক নয়।
এই খবরে চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ হয়ে বিকেল পৌনে ৩টার দিকে পিএসসির ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরে পিএসসি কর্মকর্তাদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকেও কোনো সমাধান আসেনি।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ২০০৬ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে তিনি ‘ক্ষুব্ধ নারী সমাজ’ নামে একটি প্লাটফর্মের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলনের সময় তিনি ও তার সঙ্গীসহ অনেকেই আহত হয়েছেন এবং এখনো সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers