ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৫:৩৫ পিএম
আজ বৃহস্পতিবার একটি সরকারি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে,
“বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুযায়ী এবং স্বাধীন তদন্ত প্রতিবেদনের আলোকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হলো।”
গতকাল (২৮ মে) বিসিবির ৯ পরিচালক থেকে ৮ জন ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠান। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যক্তিগতভাবে ফারুককে পদত্যাগের ইঙ্গিত দেন বলে জানা যায়।
তবে ফারুক আজ পদত্যাগে অস্বীকৃতি জানান।
ফারুকের বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-সংক্রান্ত আর্থিক ও প্রশাসনিক অনিয়মের একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টে অপসারণযোগ্য অসঙ্গতি পাওয়া যায় বলে জানা গেছে।
এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য নিষেধাজ্ঞার আশঙ্কা তৈরি করেছে।
বর্তমানে বিসিবি সভাপতি পদ শূন্য হওয়ায় বোর্ডে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। পরবর্তী সভাপতি নির্বাচনে কী সিদ্ধান্ত নেয়া হয়, তা এখন ক্রীড়াঙ্গনের প্রধান আলোচ্য।
📌 সংক্ষেপে বিষয়বস্তু:
বিসিবি সভাপতির বিরুদ্ধে ৮ পরিচালকের অনাস্থা
পদত্যাগে অস্বীকৃতি, তদন্তে অনিয়ম প্রমাণিত
এনএসসির প্রজ্ঞাপনে মনোনয়ন বাতিল
আইসিসি থেকে নিষেধাজ্ঞার আশঙ্কা