ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
আপডেট : ২২ জুলাই ২০২৫
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর কুর্মিটোলা সেনানিবাসে তার জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
জানাজা ও সামরিক সম্মান প্রদর্শনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
নৌবাহিনী প্রধান
বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান
শহিদ পাইলটের স্বজন ও সহকর্মীরা
জানাজার পূর্বে তৌকির ইসলামের মরদেহকে কেন্দ্র করে আয়োজিত হয় একটি পূর্ণাঙ্গ ফিউনারেল প্যারেড।
👉 এটি সামরিক বাহিনীর একজন সদস্যের সর্বোচ্চ আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান, যেখানে মরদেহকে গার্ড অব অনার, জাতীয় পতাকা দিয়ে আবৃত কফিন ও সম্মানসূচক গুলি বর্ষণ করা হয়।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন প্রতিশ্রুতিশীল পাইলট।
গতকাল (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়িতে একটি FT-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু।
#পাইলট_তৌকির #ফিউনারেল_প্যারেড #বিমান_দুর্ঘটনা #মাইলস্টোন_ক্র্যাশ #শ্রদ্ধাঞ্জলি #বাংলাদেশ_বিমানবাহিনী #শোকবার্তা #MilitaryFuneral #NationalMourning