ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:১৯ এএম
আপডেট: বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:১৯ এএম
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জুলাই বিশ্বের ১৪টি দেশের নেতাদের কাছে একটি চিঠি পাঠান। এরপর যেসব দেশ পুনরায় আলোচনায় বসতে রাজি হয়, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম।
বাংলাদেশ প্রতিনিধিদল
বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি ওয়াশিংটন ডিসিতে সরাসরি উপস্থিত থেকে আলোচনায় অংশ নিচ্ছেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হচ্ছেন।
এছাড়াও আলোচনা সভায় অংশ নিতে ইতোমধ্যেই বাণিজ্য সচিব, অতিরিক্ত বাণিজ্য সচিবসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াশিংটনে পৌঁছেছেন বলে জানা গেছে।
আলোচনার অগ্রগতি ও প্রত্যাশা
গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ফলপ্রসূ হওয়ায় বাংলাদেশ আশাবাদী যে, চলমান এই দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমেই একটি দ্বিপক্ষীয় চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।
সূত্র: প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ
ট্যাগস: #BangladeshUSRelations #TariffTalks #SheikhBashiruddin #KhalilurRahman #USTrade #WashingtonDC