ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন:
“আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সফল হয়েছি। এটা আমাদের পোশাক খাত এবং এ খাতের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ।”
তৃতীয় দফার আলোচনার পর যুক্তরাষ্ট্র শুল্কহার ৩৫% থেকে কমিয়ে ২০% করে। এই আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নিজেও।
খলিলুর রহমান বলেন,
“আমরা সতর্কতার সঙ্গে আলোচনা করেছি, যাতে আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।”
তিনি আরও বলেন:
“আমাদের পোশাক শিল্পকে সুরক্ষা দেওয়া ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। তবে আমরা মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতিও দিয়েছি, যা খাদ্যনিরাপত্তা এবং কৃষিপ্রধান রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন:
“আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রেখেছি এবং বিশ্বের সবচেয়ে বড় ভোক্তাবাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করেছি।”
এই বক্তব্যের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তা নিজের ফেসবুক পেজেও পোস্ট করেন।