ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম
বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
🔹 মামলার পটভূমি: ফরিদ হত্যাকাণ্ড
২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালীন যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন ফরিদ আহমেদ। অভিযোগ রয়েছে, সেদিন আসামিদের ছোঁড়া গুলিতে ফরিদ আহমেদ গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকাল ৮:৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
ঘটনার প্রায় আট মাস পর, ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় ফরিদ হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। এ মামলায় পলক ও মনুকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান আজ আদালতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।
🔹 রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় আরও দুজন
একই দিনে, গত বছরের ৫ আগস্ট আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘ চিকিৎসায় তিনি সুস্থ হন। তবে থানায় মামলা করতে গেলে তাঁকে আদালতের আশ্রয় নিতে হয়। অবশেষে গত ২৪ মার্চ আদালতে তিনি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
এই মামলায় অভিযুক্ত সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদ হোসেন খান তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আদালত আজ চার আসামিকেই গ্রেফতার দেখানোর আদেশ দেন।
🔹 কারাগার থেকে আদালতে হাজিরা
আজ আদালতে হাজির করা হয় চারজনকেই। তারা বর্তমানে অন্য মামলায় কারাবন্দি রয়েছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ওই দিনের সহিংস ঘটনায় তাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং তদন্তে তা প্রমাণিত হয়েছে।