তিনি আরও বলেন,
“২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হলেও, এর সঙ্গে কোনো গোপন শর্ত নেই। সরকার বিষয়গুলো সহজিকরণ করবে।”
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম বলেন:
“যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো নন-ডিসপোজাল, অর্থাৎ এখন প্রকাশযোগ্য নয়। তবে আমি আশ্বস্ত করতে পারি—এগুলোতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রয়েছে।”
তিনি দাবি করেন, এটি সরকারের জন্য একটি সফলতা।
২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ নিয়ে তিনি বলেন,
“যুক্তরাষ্ট্র কোনো অতিরিক্ত শর্ত দেয়নি।
প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর মতোই আমাদের শুল্কহার হওয়ায় বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে না।”
তিনি যোগ করেন,
“এতে বাণিজ্য ঝুঁকিও হ্রাস পাচ্ছে।”
শফিকুল আলম আরও জানান:
“যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers