ডেস্ক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এএম
আপডেট: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এএম
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয় তিন সাবেক মন্ত্রীকে।
তাদের মধ্যে মেনন ছিলেন সবার সামনে, ইনু মাঝখানে, আর পেছনে ছিলেন পলক।
তিনতলায় ওঠার পরই ইনু সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে পড়েন এবং বলেন, “হার্টে সমস্যা।” পরে বাকিরাও থেমে যান। কিছুক্ষণ বিশ্রামের পর আবার সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তারা।
চতুর্থ তলায় উঠে তারা হাঁপাতে থাকেন। এরপর কষ্ট করে কাঠগড়ায় পৌঁছান।
মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মো. আরিফ হোসেন আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।
বিচার শেষে পুলিশ তাদের লিফটে করে নিচে নামিয়ে হাজতখানায় নিয়ে যায়।
📅 তারিখ: ১৯ জুলাই ২০২৪
📍 স্থান: কদমতলী, ঢাকা
🎓 ভুক্তভোগী: মাহাদী হাসান পান্থ, তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী
🕓 ঘটনার সময়: বিকাল ৪টা
মামলার অভিযোগে বলা হয়েছে, মাহাদী আন্দোলনে অংশ নেওয়ার সময় সাবেক সরকারের নির্দেশে পুলিশ গুলি চালায়। গুলি তার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
📝 মামলা দায়েরের তারিখ: ৮ নভেম্বর ২০২৪
🧾 এজাহার অনুযায়ী আসামি নং:
মেনন: ৭
ইনু: ৮
পলক: ৯
#জুলাইআন্দোলন #মেনন #ইনু #পলক #মাহাদীহত্যা #আন্তর্জাতিকঅপরাধ #মানবতাবিরোধীমামলা #ঢাকাআদালত