ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী ‘জুলাই জাগরণ কালচারাল ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী ভাষণে সংস্কৃতি উপদেষ্টা বলেন:
“জুলাই হলো প্রতিবাদের প্রবল উচ্চারণ, বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক সার্বভৌমত্বও ফিরে পেয়েছি।”
তিনি আরও বলেন:
“২৪-এর জুলাইয়ে তরুণরা যে দ্রোহ ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আমাদের জাতীয় জীবনে নতুন প্রেরণা যোগাবে।”
ফারুকী বলেন:
“মাতৃভূমি অথবা মৃত্যু—এই সাহসী অঙ্গীকার ধারণ করেই আমাদের তরুণরা জুলাইয়ের অভ্যুত্থানে মহাকাব্য রচনা করেছে।”
তিনি সাংস্কৃতিক স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন:
“ফ্যাসিস্ট কালচারাল হেজিমনি ভেঙে আমাদের দেশজ সংস্কৃতিকে জায়গা করে দিতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন:
“মুজিববাদ পরাজিত করতে হলে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত শক্ত করতে হবে। ভাষা, শিল্প, ইতিহাস—সব কিছুতেই আমাদের নিজস্বতা ফিরিয়ে আনতে হবে।”
চার দিনব্যাপী এই আয়োজন চলবে ৪ আগস্ট পর্যন্ত। এতে রয়েছে—
🎭 সাংস্কৃতিক পরিবেশনা
🎬 স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনী
🖼️ গ্রাফিতি অঙ্কন ও আর্ট এক্সিবিশন
📖 স্মৃতিচারণ ও আলোচনা
🛍️ স্থানীয় পণ্যের স্টল ও হ্যান্ডিক্রাফট